পার্সোনাল ডেশবোর্ড
কোর্স রেকর্ড এবং এডিটিং করার পর প্রতিটি ইনস্ট্রাক্টর তার নিজস্ব ডেশবোর্ড পেয়ে যাবে, যেখান থেকে সে তার কোর্সগুলোকে পাবলিশ করতে পারবে এবং তার কোর্সের সকল ডাটা ট্রেক করতে পারবে। একটি কোর্সে কতজন ভর্তি হচ্ছে, কোর্স থেকে কী পরিমাণ আর্নিং হচ্ছে, নতুন এনাউন্সমেন্ট দেয়া, স্টুডেন্টদের এসাইনমেন্ট দেখা, কোর্সে নতুন লেসন যুক্ত করা এবং এসকল যাবতীয় সবকিছু একজন ইন্সট্রাক্টর তার ডেশবোর্ড থেকে পরিচালনা করতে পারবে।